নারায়ণগঞ্জের ফতুল্লায় রসুলপুর এলাকায় সিএইচআরএম স্টিল মিলে ফার্নেস পাইপ বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও চার শ্রমিক।
নিহত শ্রমিকের নাম আলী হোসেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাকি চারজনও চিকিৎসাধীন রয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক আইয়ুব হোসেন বলেন, ‘সোমবার একটি স্টিল মিলের পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে বার্নে এসেছে। এদের মধ্যে আলী হোসেন মারা গেছেন। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল।’
তিনি বলেন, ‘বাকি চারজনের শরীর ১১ শতাংশ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’