বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা’

  •    
  • ২৮ অক্টোবর, ২০২১ ২০:২২

গত ১৯ সেপ্টেম্বর সকালে মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের উত্তরপাড়ার একটি ধানক্ষেত থেকে ওই গ্রামের বাসিন্দা মনির শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে পুলিশের বিভিন্ন দল তদন্ত শুরু করে। ২১ সেপ্টেম্বর মনিরের ভাই কবীর শেখ মোল্লাহাট থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। বুধবার রাতে মোল্লাহাট থানার পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে।

বাগেরহাটের মোল্লাহাটে মনির শেখ নামে এক যুবক হত্যার ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনকে বাগেরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের ইখলাছ শেখ, আবদুল মান্নান মোল্লা, ওহিদ ভূঁইয়া, মনির মোল্লা, আশিক শেখ, জাহিদ শেখ, জাহিদ শরীফ, ইকবাল মোল্লা, রেজোয়ান শেখ, আল-আমিন।

এসপি আরিফুল হক জানান, গত ১৯ সেপ্টেম্বর সকালে মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের উত্তরপাড়ার একটি ধানক্ষেত থেকে ওই গ্রামের বাসিন্দা মনির শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে পুলিশের বিভিন্ন দল তদন্ত শুরু করে।

২১ সেপ্টেম্বর মনিরের ভাই কবীর শেখ মোল্লাহাট থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।

এসপি আরও জানান, বুধবার রাতে মোল্লাহাট থানার পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও একটি বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আধিপত্য বিস্তারের পাশাপাশি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী পক্ষকে ফাঁসাতে নিজেদের লোকেরাই মনিরকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। এরা কোন পক্ষের লোক তা এখনই জানাতে পারছি না। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য জানাতে পারছি না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

এ বিভাগের আরো খবর