আগের বছরের তুলনায় আয় কিছুটা বাড়িয়ে গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস। অর্থাৎ শেয়ার প্রতি দেয়া হবে ৫০ পয়সা করে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়। সেখানে সিদ্ধান্ত হয়, উদ্যোক্তা-পরিচালকরা কোনো লভ্যাংশ নেবেন না, তা দেয়া হবে সাধারণ বিনিয়োগকারীদেরকে।
প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৫ পয়সা।
কোম্পানিটি গত মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি ৬০ পয়সা আয় করতে পেরেছিল। ফলে এবার বেশি লভ্যাংশের প্রত্যাশ্যায় ছিল বিনিয়োগকারীরা। তবে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দিয়েছে ২৬ পয়সা। এর আগে তিন প্রান্তিকেই আয় করতে পেরেছিল কোম্পানিটি।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৬ টাকা ৭০ পয়সা থেকে ৪৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত উঠানামা করেছে। পরে অবশ্য দাম কমে। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারদর ছিল ৩৭ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটির আয়ের পাশাপাশি সম্পদমূল্যও সামান্য বেড়েছে। গত বছর জুন শেষে শেয়ার প্রতি সম্পদ ছিল ৫৪ টাকা ৪৬ পয়সার। এবার তা হয়েছে ৫৪ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটি লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২৫ নভেম্বর। অর্থাৎ কেউ লভ্যাংশ নিতে চাইলে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।