আগের বছরের চেয়ে বেশি আয় করলেও লভ্যাংশ কমিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেড, আইটিসি।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ৫০ পয়সা পাবেন।
প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১৬ পয়সা।
ওই বছর বিনিয়োগকারীদেরকে ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ বোনাস, অর্থাৎ প্রতি ১০০ শেয়ারের বিপরীতে ৫টি শেয়ার দেয়া হয়।
এবার তৃতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটির আয় ছিল ১ টাকা ১২ পয়সা। এই হিসাবে কোম্পানিটি চতুর্থ প্রান্তিকে ভালোই করেছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত এই তিন মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৪২ পয়সা।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা ৪০ পয়সা থেকে ৪৭ টাকা ৪০ পয়সা পর্যন্ত উঠানামা করেছে। পরে অবশ্য দাম কমে। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারদর ছিল ৩৬ টাকা ১০ পয়সা।
তৃতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটির যে আয় ছিল, তাতে চূড়ান্ত আয় কিছুটা কম হয়েছে বলা যায়। মার্চ পর্যন্ত অর্থবছরের ৯ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২ পয়সা। অর্থাৎ শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা।
এক বছরে কোম্পানিটির শেয়ারের বিপরীতে সম্পদও বেড়েছে। ২০২০ সালের জুন শেষে শেয়ার প্রতি সম্পদ ছিল ১৫ টাকা ৯৩ পয়সা। পরে ৫ শতাংশ বোনাস শেয়ার সমন্বয় করে তা দাঁড়ায় ১৫ টাকা ১৭ পয়সা। এবার তা বেড়ে হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা।
কোম্পানিটি লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১৮ নভেম্বর। অর্থাৎ কেউ লভ্যাংশ নিতে চাইলে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।