দুই দিনে তিন শিফটে পরীক্ষা নেয়া শেষে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
তবে পরীক্ষায় তিন শিফট মিলিয়ে অনুপস্থিত ছিলেন ৩১ শতাংশ পরীক্ষার্থী।
পরীক্ষায় নিবন্ধন করেছিলেন ৪২ হাজার ৬৬৭ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৫২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪২ জন। উপস্থিতির হার ৬৯ শতাংশ।
বৃ্হস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা হয়। এর আগে বুধবার দুই শিফটে (বেলা ১১টা ও বেলা সাড়ে ৩টায়) পরীক্ষা হয়।
বি ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। এসএসসি ও এইচএসসি ফলাফলের জিপিএর ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।
বৃ্হস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ‘বি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মহীবুল আজিজসহ অনেকে।
মহীবুল আজিজ নিউজবাংলাকে বলেন, ‘পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। কোনো সমস্যা না হলে আশা করছি আগামীকালের (শুক্রবার) মধ্যে আমরা ফলাফল দিতে পারব।’