বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেয়ারদর বেড়ে চার গুণ, লভ্যাংশ বাড়ল ১৫ পয়সা

  •    
  • ২৮ অক্টোবর, ২০২১ ১৬:৫২

গত এক বছরে জিবিবি পাওয়ারের আয় ও লভ্যাংশ খুব একটা না বাড়লেও শেয়ারমূল্য বেড়েছে অস্বাভাবিক হারে। এই সময়ে শেয়ারদর চার গুণ বেড়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ারের শেয়ারদরে এক বছরে উল্লম্ফন হলেও কোম্পানির আয় ও লভ্যাংশ খুব একটা বাড়েনি।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। অর্থাৎ শেয়ারপ্রতি পাওয়া যাবে ১ টাকা ১৫ পয়সা।

বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

আগের বছর কোম্পানিটির লভ্যাংশ ছিল ১০ শতাংশ, অর্থাৎ শেয়ারপ্রতি ১৫ পয়সা।

২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর আয় ছিল ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ শেয়ারে আয় বেড়েছে ৩৬ পয়সা।

কোম্পানিটির আয় ও লভ্যাংশ খুব একটা না বাড়লেও শেয়ারমূল্য বেড়েছে অস্বাভাবিক হারে। এই সময়ে শেয়ারদর চার গুণেরও বেশি বেড়েছে।

এই এক বছরে সর্বনিম্ন শেয়ারমূল্য ছির ১২ টাকা ৮০ পয়সা। আর সর্বোচ্চ দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। তবে সম্প্রতি শেয়ারদর কিছুটা কমে হয়েছে ৪৩ টাকা ১০ পয়সা।

কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে সামান্যই। ২০২০ সালের জুন শেষে শেয়ার প্রতি সম্পদ ছিল ১৯ টাকা ৯৩ পয়সার। এক বছর পর তা বেড়ে হয়েছে ২০ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটি লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২৫ নভেম্বর। অর্থাৎ যারা লভ্যাংশ নিতে চান, তাদের সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।

এ বিভাগের আরো খবর