নোয়াখালীর বেগমগঞ্জে মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যা মামলায় আরও ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে বৃহস্পতিবার দুপুরে তোলা হলে বিচারক কাজী সোনিয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন ১৯ বছরের জালাল উদ্দিন জুয়েল, ৫৫ বছরের বেলাল হোসেন, ২৫ বছরের মো. হেলাল, ৪২ বছরের বাহারুল আলম, ২১ বছরের মো. আরিফ ও ৪০ বছরের আব্দুর রহিম।
এসব নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
কবিরহাট ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ছয়ানী ইউনিয়ন ও চৌমুহনী পৌর এলাকায় মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যার ঘটনায় হওয়া ১৪ মামলায় এ নিয়ে মোট গ্রেপ্তার হয়েছেন ১৪৮ জন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্গাপূজায় সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের একটি মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর ছড়িয়ে পড়ে সহিংসতা।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ১৪ অক্টোবর সন্ধ্যায় এবং পরদিন দুপুরে একই উপজেলার চৌমুহনী পৌর এলাকায় ১১টি পূজামণ্ডপে হামলা চালায় দুর্বৃত্তরা। লুটপাট করা হয় মন্দিরের আসবাব, স্বর্ণালংকার। ভাঙচুর করা হয় প্রতিমা।
হামলায় প্রাণ হারান প্রান্ত চন্দ্র দাশ নামে এক যুবক, আতঙ্কে হৃদরোগে যতন সাহা নামে আরেকজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।