চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় এম এ মান্নান ফ্লাইওভারের র্যাম্পে ফাটলের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
ফ্লাইওভারে ফাটলের বিষয়ে দুই ধরনের বক্তব্য আসায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্যানেল মেয়র গিয়াস উদ্দিন।
নগরীর টাইগারপাসে বুধবার বিকেলে সিটি করপোরেশনের মেয়র কার্যালয়ে অনির্ধারিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
তিনি জানান, সিডিএ ও সিটি করপোরেশনের বাইরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশলীদের নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি করা হবে। তাই তদন্ত কমিটির সদস্যদের নাম পাঠাতে চুয়েট ও সওজকে চিঠি দেবে করপোরেশন।
প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন, ‘ওই ফ্লাইওভারটি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। যেহেতু পিলারে ফাটল নিয়ে দুটি বক্তব্য পাওয়া গেছে তাই নিরপেক্ষ তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে সিডিএ ও চসিকের কেউ থাকবে না, চুয়েট ও সওজের প্রকৌশলীদের সদস্য করা হবে।’
এর আগে ২৫ অক্টোবর রাত থেকে ফাটল দেখা দেয়ায় চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভার বন্ধ রাখা হয়।