বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক দিনে দ্বিতীয় ডোজ পাবেন ৮০ লাখ মানুষ

  •    
  • ২৮ অক্টোবর, ২০২১ ০৯:৩৪

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব শামসুল হক  বলেন, ‘সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে কেন্দ্রে টিকা শেষ না হওয়া পর্যন্ত। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কালই সব জেলায় টিকা পাঠানো হয়েছে। আমাদের লক্ষ্য এক দিনে ৮০ লাখ মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে যে ৮০ লাখ মানুষ করোনাভাইরাস প্রতিরোধী প্রথম ডোজের টিকা নিয়েছিলেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়। প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে এক দিনেই ৮০ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, ‘সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে কেন্দ্রে টিকা শেষ না হওয়া পর্যন্ত।

‘এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কালই সব জেলায় টিকা পাঠানো হয়েছে। আমাদের লক্ষ্য এক দিনে ৮০ লাখ মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া। সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এই টিকা দেয়া হচ্ছে।’

প্রথম ডোজ যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকে নিতে হবে বলে জানান শামসুল হক। তিনি বলেন, ‘তা না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেয়ার কথা ছিল। তবে এক দিনে সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। দুই দিন মিলিয়ে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেয়া হয়।

৮০ লাখ লোককে দ্বিতীয় ডোজের টিকা দেয়া সম্পন্ন হলে প্রায় ৩ কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে দেশের ১৭ শতাংশ মানুষ পূর্ণ দুই ডোজ টিকা পাবেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছিল সে সময়।

এর মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। আগামী ৩০ অক্টোবর এই টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ৬ কোটি ২৬ লাখ ১ হাজার ১৫৩ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৪ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৮১০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ১৩ লাখ ৩২ হাজার ২৮৯ জন।

এ ছাড়া এখন পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৯৫৮ জন।

এ বিভাগের আরো খবর