বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চুরি

  •    
  • ২৭ অক্টোবর, ২০২১ ২৩:৫৫

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, ‘বিষয়টি জেনেছি ও দেখেছি। রোববার মিটিং ডেকেছি। মিটিংয়ে আলোচনা হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরীক্ষা কমিটির সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নঈম আকতার সিদ্দিকীর অফিস কক্ষে আলমারির তালা ভেঙে নম্বরপত্রসহ গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ উঠেছে।

বুধবার সকালে অফিসে গিয়ে আলমারির তালা ভাঙা দেখতে পান নঈম আকতার।

নিউজবাংলাকে নঈম বলেন, ‘আমার কক্ষে মেরামতের কিছু কাজ থাকায় গতকাল রুমের চাবি বিভাগের এক পিয়নের কাছে দিয়ে গিয়েছিলাম। আজ বিভাগে যাওয়ার পর দেখি, রুমের বাইরের তালাটা ঠিকই আছে। কিন্তু রুম খোলার পর ভেতরে গিয়ে আলমারির তালা ভাঙা। তখন আমি দ্রুত বিভাগীয় প্রধান ও একজন কর্মকর্তাকে ডাকলাম। এরপর দেখি আমার একটি চেক ছিল সেটি নেই। গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিল তাও নেই। বিগত সেমিস্টারের নম্বরপত্র ছিল তাও সরানো হয়েছে। এসব দেখার পর বিভাগের চেয়ারম্যান দ্রুত অ্যাকাডেমিক মিটিং ডাকেন।’

এ ব্যাপারে নঈম আকতার বলেন, ‘বিভাগে আমার সঙ্গে কারো কোনো সমস্যা নেই। আর পিয়ন ছিল বয়স্ক। এখন উনার সঙ্গে কারো কোনো সমস্যার কারণে কেউ কিছু করলো কি-না সেটা ভেবে দেখতে হবে। আর কোনো শিক্ষার্থীর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নই আসে না। বিভাগের পিয়নদের ভেতরে কেউ এ কাজ করতে পারে বলে মনে হচ্ছে।’

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, ‘বিষয়টি জেনেছি ও দেখেছি। রোববার মিটিং ডেকেছি। মিটিংয়ে আলোচনা হবে।’

আলোচনার পর প্রশাসন বরাবর অভিযোগ দেয়া হবে কি-না এমন প্রশ্নে অরুণ কুমার বলেন, ‘রেজিস্ট্রারকে এর আগে আমার নিজের ড্রয়ারের তালা ভাঙার বিষয়ে জানানো হলেও সে ঘটনার কিছু হয়নি।’

এর আগেও মো. নঈম আকতার সিদ্দিকীর বিভাগে যোগদানের নথিভুক্ত ফাইলটি চেয়ারম্যানের ড্রয়ার থেকে চুরি হয়ে গিয়েছিল।

এ বিভাগের আরো খবর