বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মায়ের বকা সইতে পারেননি যুবক

  •    
  • ২৭ অক্টোবর, ২০২১ ২২:৩৮

‘করোনার সময় চাকরি চলে যায় ওয়াজিবের। এখন আবার মালিক কাজের জন্য ডেকেছে। কিন্তু সে কাজ করবে না। এ নিয়ে আমার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। পরে সে ফাঁস লেগেছে।’

রাজধানীর লালবাগে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. ওয়াজিব নামে এক যুবক।

বুধবার বিকেল সাড়ে চারটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা রিতা আক্তার বলেন, ‘করোনার সময় চাকরি চলে যায় ওয়াজিবের। এখন আবার মালিক কাজের জন্য ডেকেছে। কিন্তু সে কাজ করবে না। এ নিয়ে আমার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। পরে সে ফাঁস লেগেছে।’

বড় ভাই সোহাগ বলেন, ‘তিন মাস ধরে সে কোনো কাজ করে না। এ নিয়ে মায়ের সঙ্গে রাগারাগি হয় দুপুরের দিকে। পরে সে রুমের দরজা লাগিয়ে দেয়। অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। পরে জোরে ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় দেখি, সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। তাকে তাড়াতাড়ি নামিয়ে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই মারা গেছে।’

সোহাগ জানান, ৯ মাস আগে বিয়ে করেছিলেন ২৪ বছর বয়সী ওয়াজিব। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। বর্তমানে লালবাগ থানার পোস্তার কাজী রিয়াজুদ্দিন রোডের ৬০ নম্বর বাসায় থাকেন পরিবারের সবাই। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর থানার মাঝকান্দা গ্রামে। বাবার নাম আব্দুল মান্নান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর