ফেনীতে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুপ বুধবার দুপুর দেড়টার দিকে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী দিজেন্দ্র কুমার কংশ বনিক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডিত মো. রফিকের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খোন্দকিয়া গ্রামে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ৩ এপ্রিল রাতে ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাগলা মিয়া রাস্তার মাথায় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেয় পুলিশ। গাড়িটি না থেমে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ গাড়িটি ধাওয়া করে একপর্যায়ে ধরে ফেলে। গাড়ি থেকে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের পর রফিককে আটক করে।
এ ঘটনায় ফেনী সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছরের ৩০ এপ্রিল থানার এসআই দেলোয়ার হোসেন রফিককে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।
আইনজীবী দিজেন্দ্র কুমার কংশ বনিক বলেন, আদালত পাঁচজনের সাক্ষী শেষে রফিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারের পর রফিক জামিনে ছাড়া পান। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।