পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস আগের দুই বছরের মতো এবারও লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি আগের বছরের তুলনায় লোকসান কমাতে পেরেছে। ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত তাদের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮৮ পয়সা।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত এই কোম্পানিটি তিন বছর লভ্যাংশ দেয়ার পর ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা চার বছর কোনো লভ্যাংশ দেয়নি। এরপর ২০১৬ ও ২০১৭ সালের জন্য ২০ শতাংশ করে এবং ২০১৮ সালে আবার ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার পর আবার লোকসান দেখিয়ে কোনো লভ্যাংশ দেয়নি।
২০১৯ সালে কুমিল্লায় কোম্পানিটির কারখানা আগুনে পুড়ে যাওয়ার পর ওই বছর শেয়ার প্রতি ১৫ টাকা ৪৭ পয়সা লোকসান দেয় কোম্পানিটি। এই ঘটনায় শেয়ারদর তলানিতে নামে
সম্প্রতি কোম্পানিটি আবার মূলধনি যন্ত্রপাতি আমদানি করতে এলসি খুলেছে, এমন গুঞ্জনে শেয়ারদরে দেখা দেয় উল্লম্ফন। গত এপ্রিলের শুরুতেও শেয়ার দর ছিল ৩ টাকা ৭০ পয়সা। সেখান থেকে বেড়ে ৮ টাকা ৯০ পয়সা হয়ে যায় আগস্টের শেষে।
অবশ্য এরপর থেকে দাম কিছুটা কমে। লভ্যাংশ ঘোষণার বৈঠকের দিন দাম ছিল ৬ টাকা ৩০ পয়সা। এর মধ্যে গত ২ দিনে দাম বেড়েছে ৬০ পয়সা।
কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করেছে আগামী ২৫ নভেম্বর। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২১ ডিসেম্বর।