পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার আগের বছরের তুলনায় আয় বাড়িয়ে লভ্যাংশও কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এবার ২৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। অর্থাৎ বিনিয়োগকারীরা একেকটি শেয়ারের বিপরীতে ২ টাকা ৮০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারের বিপরীতে ৪টি শেয়ার পাবেন।
বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটি একেকটি শেয়ারের বিপরীতে আয় করেছে ৬ টাকা ৫৩ পয়সা। আগের বছর এই আয় ছিল ৪ টাকা ৩৮ পয়সা। এর আগের বছর আয় ছিল ৪ টাকা ৩২ পয়সা।
দুই বছরই কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ২৮ শতাংশ নগদের পাশাপাশি ২ শতাংশ বোনাস শেয়ার দেয়।
কোম্পানিটির শেয়ারদরে সাম্প্রতিক সময়ে উত্থান হয়েছে। গত এক বছরে শেয়ারদর ৭০ টাকা ৪০ পয়সা থেকে ১৩২ টাকা পর্যন্ত উঠানামা করেছে। তবে গত দেড় এক মাস ধরে পুঁজিবাজারে যে দর সংশোধন চলছে, তাতে এই কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ অবস্থান থেকে অনেকটাই কমে যায়। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ার দর ছিল ১১১ টাকা ১০ পয়সা।
কোম্পানিটির আয়ের পাশাপাশি সম্পদমূল্যও বেড়েছে। ২০২০ সালের ৩০ জুন শেয়ার প্রতি সম্পদ ছিল ৩৪ টাকা ৯৪ পয়সা। এক বছর তা বেড়ে হয়েছে ৩৮ টাকা ৫ পয়সা।
কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২ ডিসেম্বর। অর্থাৎ যারা লভ্যাংশ নিতে চান, তাদেরকে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ৩০ জানুয়ারি।