পর পর দুই বছর মুনাফা করে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিল পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় করেছে ১ পয়সা। আগের বছরও সমপরিমাণ আয় করেছিল কোম্পানিটি। ওই বছরও কোনো লভ্যাংশ দেয়া হয়নি বিনিয়োগকারীদেরকে।
এই আয়ের সিংহভাগই হয়েছে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে। এর আগে মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটি শেয়ারের বিপরীতে ৩ পয়সা লোকসান দিয়েছিল। অর্থাৎ চতুর্থ প্রান্তিকে শেয়ার প্রতি ৪ পয়সা মুনাফা করেছে কোম্পানিটি।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে টানা বোনাস লভ্যাংশ এবং ২০১৪ সালে প্রতি তিনটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো কোম্পানিটি ২০১৯ সাল থেকেই কোনো লভ্যাংশ দিচ্ছে না।
কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতাও পূরণ করছেন না। এই অবস্থায় কোম্পানিটির বোর্ড পুনর্গঠন করার হুঁশিয়ারিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এই কোম্পানিটির শেয়ারদর গত চ মাসে ব্যাপকভাবে বেড়েছে। গত ৪ এপ্রিল ১০ টাকার একেকটি শেয়ারের মূল্য ছিল ২ টাকা ৮০ পয়সা। এরপর টানা বেড়ে গত ১৬ আগস্ট তা ৯ টাকা ২০ পয়সায় উঠে যায়।
এরপর থেকে অবশ্য দাম কমতে শুরু করেছে। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ার দর ছিল ৬ টাকা। দুই দিন আগেই অবশ্য ছিল ৫ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটির আয়ের মতো শেয়ার প্রতি সম্পদও ১ পয়সা বেড়েছে। ২০২০ সালের ৩০ জুলাই একেকটি শেয়ারের বিপরীতে সম্পদ ছিল ১১ টাকা ৯০ পয়সার। তা বেড়ে এবার হয়েছে ১১ টাকা ৯১ পয়সা।
কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর।