বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কালিয়াকৈরে ১ সপ্তাহে ৪ বিদ্যালয়ে চুরি

  •    
  • ২৭ অক্টোবর, ২০২১ ১৭:৩৬

কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম জানান, উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

গাজীপুরের কালিয়াকৈরে গত এক সপ্তাহে ৪টি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের আলমারির তালা ভেঙে ল্যাপটপ, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন মূল্যবান মাল ও কাগজপত্র চুরি গেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলায় ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৫টি বিদ্যালয়ে নৈশপ্রহরী রয়েছে। বাকি ৬৭টি বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। অধিকাংশ প্রতিষ্ঠানেই নেই বাউন্ডারি।

জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে উপজেলার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় চোরের দল।

এর আগে গত ২০ অক্টোবর রাতে উপজেলার সিনাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চোরের দল প্রথমে ওই বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙে। পরে অফিস কক্ষের ভেতরে ঢুকে আলমারি থেকে ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, বল, ঘড়ি, মাইক চুরি করে নিয়ে যায়।

একই রাতে উপজেলার ঢালসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, এমন চুরির ঘটনা আগেও ঘটেছে। তবে একের পর এক বিদ্যালয়ে চুরির ঘটনার পরেও প্রশাসনের পক্ষ থেকে নেই তেমন কোনো নজরদারি।

সিনাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে গত ২০ তারিখ রাতে চুরি হয়েছে। চোরেরা অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে থাকা ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। নাইটগার্ড ও বাউন্ডারি না থাকায় চোরেরা সহজেই অপকর্মগুলো করতে পারছে।’

বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসাইন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এরা একটি সিন্ডিকেট চোরের দল। এদের মধ্যে মাদকাসক্ত কিছু লোক রয়েছে। এলাকাবাসী সম্মিলিতভাবে কড়া নজরদারি করছি।’

কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম জানান, উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এ রকম ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এ বিভাগের আরো খবর