বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোশাকশ্রমিকদের অবরোধে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

  •    
  • ২৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭

সালনার শ্যামলি গার্মেন্টসের কয়েক শ শ্রমিক দুই মাসের বেতনের দাবিতে বুধবার বেলা ৩টার পর থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশাকশ্রমিকরা।

এতে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

সালনার শ্যামলি গার্মেন্টসের কয়েক শ শ্রমিক দুই মাসের বেতনের দাবিতে বুধবার বেলা ৩টার পর থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

মো. সেলিম নামের এক শ্রমিক বলেন, ‘এই পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও কারখানার বিভিন্ন কর্মকর্তাদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার বেতন দেয়ার কথা বলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করছে না। তাই বাধ্য হয়েই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।’

ওসি রফিকুল বলেন, ‘শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানচলাচল বন্ধ রয়েছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

এ বিভাগের আরো খবর