লোকসান থেকে বের হয়ে এসে আয়ে চমক দেখাল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস। বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তারা। অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।
বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জকে এই সিদ্ধান্ত জানানো হয় কোম্পানির পক্ষ থেকে।
প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি আয় করতে পেরেছে ৩ টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরে লোকসান দিয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।
লোকসানের এই বৃত্ত থেকে কোম্পানিটি আগেই বের হয়ে এসেছিল। গত মার্চে তৃতীয় প্রান্তিক শেষেই শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯৮ পয়সা। চতুর্থ প্রান্তিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত আরও এক টাকা ৩৮ পয়সা আয় করতে পেরেছে কোম্পানিটি।
কেবল গত বছরের চেয়ে বেশি নয়, ২০১৬ সাল থেকে আয়ের যে পরিসংখ্যান আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, তাতে দেখা যায়, কোম্পানিটির এই আয় গত পাঁচ বছরেই সর্বোচ্চ।
২০১৬ সালে শেয়ার প্রতি ১ টাকা ৫২ পয়সা, পরের বছর ১ টাকা ৫ পয়সা, ২০১৮ সালে ১ টাকা ১৭ পয়সা এবং ২০১৯ সালে শেয়ার প্রতি ৭৬ পয়সা আয় করার পর ২০২০ সালে বড় লোকসান দেয় কোম্পানিটি।
২০১৫ সালে শেয়ার প্রতি ১২ শতাংশ লভ্যাংশ দেয়ার পর প্রতি বছরই ১০ শতাংশ হারে লভ্যাংশ দিয়ে আসছে কোম্পানিটি। এর মধ্যে ২০১২ সালের পর ২০১৯ সালে কেবল বোনাস লভ্যাংশ দেয়া হয়। বাকি প্রতি বছরই দেয়া হয়েছে নগদ লভ্যাংশ।
গত বছর লোকসান দেয়ার পর মালেকের বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পাননি।
আয়ের পাশাপাশি কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। গত ৩০ জুন শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪৬ টাকা ২৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪২ টাকা ৯০ পয়সা।
এবার যারা লভ্যাংশ নিতে চান, তাদেরকে শেয়ার ধরে রাখতে হবে আগামী ১৮ নভেম্বর। অর্থাৎ সেদিন হবে রেকর্ড ডেট। এই লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর।