টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা ও সদর উপজেলার তারটিয়া এলাকায় বুধবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের খালেদ হাসান এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার রবিউল ইসলাম।
খালেদ মির্জাপুর কলেজে স্নাতক শ্রেণিতে পড়ত। আরেকজন
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় রবিউল রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।
শিক্ষার্থী খালেদের মৃত্যু হয়েছে অজ্ঞাত গাড়ির চাপায়। সকালে মহাসড়কের সদর উপজেলার তারটিয়া এলাকায় তিনি গাড়ি চাপা পড়েন।
এ ঘটনায় তার বড় ভাই বিপ্লব খান গুরুতর আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) নবীন।