নাটোরে মহাসড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সদর উপজেলার সৈয়দ মোড় এলাকা থেকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জনি হোসেনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সৈয়দ মোড় এলাকায় মহাসড়কের পাশে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পকেটে থাকা পরিচয়পত্র থেকে ওই যুবকের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
ওসি আরও জানান, জনির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের ডালের সঙ্গে লেগে ট্রাক বা অন্য কোনো যানবাহনের ওপর থেকে নিচে পড়ে যুবকটির মৃত্যু হয়েছে।