চাঁদপুরের ফরিদগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তার ছেলেকে আটক করেছে পুলিশ।
উপজেলার পশ্চিম বড়ালী গ্রামের দেওয়ান বাড়ি থেকে বুধবার ভোরে মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
যাকে আটক করা হয়েছে তার নাম মমিন দেওয়ান। তার বিরুদ্ধে ২০০৩ সালে চাচাতো বোনকে হত্যার অভিযোগে মামলা হয়। ওই মামলায় ২০১২ সালে তাকে কারাগারে পাঠান হয়। ৩ মাস আগে তিনি জামিনে ছাড়া পান।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
মমিনের ভাগনে আশিক বলেন, ‘মামা নানি আর বাড়ির লোকদেরকে খুন করবে বলে হুমকি দিত। তিনি অনেক দিন থেকেই একটু অসুস্থ।’
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম জানান, মমিন তার মাকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয় পুলিশ।
উপজেলার ভাটিরগাঁও এলাকায় তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
কাউন্সিলর জাহিদুল বলেন, ‘পারিবারিকভাবে তিনি ভালো ছিলেন না। আর্থিক সংকটের কারণে স্ত্রী ছেড়ে চলে যায়। একই কারণে তিনি হতাশায় ভুগতেন। এর আগেও খুনের দায়ে অনেক দিন জেল খেটেছেন তিনি।’
ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।