বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্লাইওভারে ফাটল: দ্বিতীয় দিনেও দুর্ভোগ

  •    
  • ২৭ অক্টোবর, ২০২১ ১৩:১৩

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) মমতাজ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘এখনও যেহেতু ফ্লাইওভার বন্ধ, তাই সড়কে হালকা জ্যাম থাকবেই। কিছুই করার নেই। তবে আজকেও আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য কাজ করছে।’

চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভার দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে বুধবারও দেখা গেছে ভোগান্তি।

ফ্লাইওভারের দুই পাশের সড়কে সকাল থেকে যানবাহনের চাপ দেখা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) মমতাজ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘এখনও যেহেতু ফ্লাইওভার বন্ধ, তাই সড়কে হালকা জ্যাম থাকবেই। কিছুই করার নেই। তবে আজকেও আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য কাজ করছে।’

নগরীর বহদ্দারহাটের চান্দগাঁও আবাসিকের মোসলেম উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘আবাসিক থেকে বের হলেই ফ্লাইওভার। বের হয়ে ফ্লাইওভার ব্যবহার করি। শুধু আমি না, আবাসিকের ৯০ শতাংশ মানুষ এই ফ্লাইওভার দিয়ে বহদ্দারহাট পার হন। এই দুদিন এই ফ্লাইওভার বন্ধের কারণে জ্যামে পড়ে আমার অন্তত দুই ঘণ্টা সময় নষ্ট হয়েছে।’

একই কথা বললেন সন্তানকে স্কুলে দিতে যাওয়া মর্জিনা বেগম। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমার ছেলে ক্যান্টনমেন্ট পাবলিকে পড়ে। প্রতিদিন এই রাস্তা ধরে বহদ্দারহাট সহজে পার হয়ে যাই। ফ্লাইওভার বন্ধ থাকায় অতিষ্ঠ হয়ে গেছি জ্যামে।’

এম এ মান্নান ফ্লাইওভারের আরাকান সড়কমুখী র‌্যাম্পের পিলারে ফাটল দেখা দেয়ার খবরে গত সোমবার রাতে ওই র‌্যাম্পে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সিটি মেয়র রেজাউল করিম বলেন, ‘ফ্লাইওভারের মূল নকশায় র‍্যাম্পের অস্তিত্ব ছিল না। সিডিএ এটা যুক্ত করেছে। তাই তারা ত্রুটি বের করে ব্যবস্থা নেবে।’

‘ফ্লাইওভারের নির্মাণকাজ করেছে সিডিএ। ফাটলের বিষয়ে ব্যবস্থা নিতে আজকেই তাদের চিঠি দেব। কারণ যেকোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে।’

এরপর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে সিডিএর একটি দল। এরপর সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘যে ফাটলের কথা বলা হচ্ছে সেটি আসলে কোনো ফাটল না। যা দেখা যাচ্ছে তা আসলে ফলস কাস্টিং।

‘কলাম যখন একটা লিফট থেকে আরেকটা লিফটে ঢালাই হয় তখন কিছু ফলস কাস্টিং বের হয়ে যায়। শাটারের ভেতর দিয়ে বা কোনো রকম গ্যাস-ট্যাস থেকে এ রকম কিছু ফলস কাস্টিং বের হতে পারে। এটা ফলস কাস্টিংয়েরই একটা ক্র্যাক দেখা যাচ্ছে। এটা কলামের ক্র্যাক না।’

‘একটা ফ্লাইওভারে যদি ক্র‌্যাক দেখা দেয়, সেটাকে আনক্র‌্যাক বলতে পারবেন? আবার যদি আনক্র‌্যাক হয়, সেটাকে ক্র‌্যাক বলতে পারবেন? এটা সেনসিটিভ ব্যাপার। এটা যদি ক্র‌্যাক হতো, কলামই ভেঙে পড়ত, হেলে যেত। তবু একটা যেহেতু রিউমার উঠেছে, এটা ভালো করে চেক করে তারপর চালু করা হবে।’

এ বিভাগের আরো খবর