মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে আমানত শাহ নামে একটি রো রো ফেরি হেলে পড়েছে।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান সকালে জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ফেরিটি নোঙর করে। ফেরি থেকে দু-তিনটি যানবাহন নামার পরপরই এটি কাত হয়ে ডুবে যায়।
পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, ফেরিটি কাত হয়ে হেলে পড়েছে, ডুবে যায়নি।
ফেরিটি উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ফেরির আরোহীরা কেউ নিখোঁজ আছেন কি না তা তিনি নিশ্চিত করেননি। তিনি জানান, হেলে পড়ার সময় ফেরিতে ১৭টি ট্রাক ছিল।
এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, তিনি খুলনা থেকে ঢাকায় ফিরছিলেন। তিনি যেই ফেরিতে ছিলেন, সেটি থেকে কিছু দূরে ছিল শাহ আমানত ফেরিটি। মাঝনদীতে পৌঁছালে পদ্মার স্রোত বেড়ে যায়। সে সময় তিনি দেখেন পেছনের ওই ফেরিটিতে পানি উঠছে। ঘাটের কাছাকাছি পৌঁছাতেই কাত হয়ে পানিতে আংশিক তলিয়ে যায়।
দৌলতদিয়া ঘাটের নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন নিউজবাংলাকে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ফেরির ডুবে যাওয়া অংশে এখনও কাউকে আটকে থাকা অবস্থায় পায়নি। ফেরিতে কোনো ব্যক্তিগত গাড়ি ছিল না। তবে তিনটি মোটরসাইকেল ভাসমান অবস্থায় পাওয়া গেছে। সেগুলোর চালক ঘাটে অবস্থান করছেন।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন রাজবাড়ী থেকে রবিউল আউয়াল, সাভার থেকে ইমতিয়াজ উল ইসলাম ও ঢাকা থেকে পিয়াস বিশ্বাস