রাঙ্গামাটির কাপ্তাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সজিবুর রহমান। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকায় মঙ্গলবার মধ্যরাতে এই সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।
নিহত সজিবুর রহমান ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ।
আব্দুল লতিফ আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। এই পদে তার প্রতিপক্ষ দলটির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন পাটোয়ারী বাদল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নতুন বাজারের একটি চায়ের দোকানে বসা নিয়ে আব্দুল লতিফ ও মহিউদ্দিন বাদলের অনুসারীদের তর্কাতর্কি হয়। পরে তা সংঘর্ষ পর্যন্ত গড়ায়। তাতে আহত হন চারজন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক নিউজবাংলাকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় চারজনকে আনা হয়েছে। তাদের থেকে সজিবুর নামে একজন মারা গেছেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।’
সংঘর্ষের বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘নির্বাচনি বিষয়ে নিরাপত্তার জন্য প্রশাসনকে অনেক আগে বলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে এ ঘটনাটি আগে থেকেই পরিকল্পিত।’
এ বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন বাদলের মন্তব্য পাওয়া যায়নি।
কাপ্তাই পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা জানান, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ আটক করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।