বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ই-জেনারেশনের লভ্যাংশ শেয়ারে এক টাকা

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ২২:৫০

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে পুঁজিবাজার থেকে। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় লেনদেন। শুরুতেই শেয়ারদরে দেখা দেয় উল্লম্ফন। এক পর্যায়ে শেয়ারদর বেড়ে ৬৯ টাকা ২০ পয়সা হয়ে যায়। পরে অবশ্য কমে আসে কিছুটা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন বিনিয়োগকারীদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা শেয়ার প্রতি পাবেন ১ টাকা করে।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব পর্যালোচনা করে মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর এই আয় ছিল ১ টাকা ৫৫ পয়সা।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে পুঁজিবাজার থেকে। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় লেনদেন। শুরুতেই শেয়ারদরে দেখা দেয় উল্লম্ফন। শেয়ারদর টানা বেড়ে ৪ মার্চ দাঁড়ায় ৩৯ টাকা ৪০ পয়সায়।

এরপর শেয়ার দর কমে আবার ২৮ টাকা ৪০ পয়সায় নেমে আসে। কিন্তু পরে আবার উত্থান হয়। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ার দর ছিল ৫৯ টাকা ২০ পয়সা। তবে তালিকাভুক্তির পর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৬৯ টাকা ৪০ পয়সা।

কোম্পানির আয়ের মতো সম্পদমূল্যও বেড়েছে। গত বছর জুনে প্রতি শেয়ারের বিপরীতে সম্পদ ছিল ২২ টাকা ১০ পয়সা। এক বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৫ পয়সা।

এই লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ১৮ নভেম্বর। অর্থাৎ যারা এই লভ্যাংশ নিতে চান, তাদেরকে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

এ বিভাগের আরো খবর