বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মার্কেন্টাইল ব্যাংকের ব্যাপক আয়

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ২০:১২

তিন প্রান্তিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মার্কেন্টাইলের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ২০৬.০৯ শতাংশ আয় করেছে মার্কেন্টাইল ব্যাংক।

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা বৃদ্ধির চমক অব্যাহত রয়েছে। চলতি বছরের দুই প্রান্তিকের ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও গত বছরের চেয়ে অনেক বেশি আয় করতে পেরেছে ব্যাংকটি।

গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করতে পেরেছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৭ পয়সা। অর্থাৎ আয় বেড়েছে ৬৯ পয়সা বা ১০২.৯৮ শতাংশ।

মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয়।

কোম্পানিটি গত জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক শেষেও দারুণ আয় করেছিল। এই ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯৭ পয়সা। অর্থাৎ মুনাফা বাড়ে দ্বিগুণেরও বেশি, শতকরা হিসেবে আয় বেড়েছে ১০৮ শতাংশ।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৬৮ পয়সা, আর দ্বিতীয় প্রান্তিকে তা হয় ১ টাকা ৩৮ পয়সা।

তিন প্রান্তিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মার্কেন্টাইলের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা।

অর্থাৎ গত বছরের তুলনায় এবার ২০৬.০৯ শতাংশ আয় করেছে মার্কেন্টাইল ব্যাংক।

কোম্পানিটির আয়ের পাশাপাশি সম্পদমূল্য বাড়ছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ ছিল ২২ টাকা ৬১ পয়সার। সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ২৩ টাকা ৯১ পয়সা।

গত অর্থবছরে শেয়ারপ্রতি ২ টাকা ২৬ পয়সা আয় করে বিনিয়োগকারীদের ১ টাকা নগদের পাশাপাশি ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল মার্কেন্টাইল।

এই লভ্যাংশ নেয়ার পর বিনিয়োগকারীরা মুনাফায় আছেন। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটে শেয়ার দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা। বর্তমান দর ১৫ টাকা ৮০ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৭০ পয়সা থেকে ১৬ টাকা ৮০ পয়সা পর্যন্ত ওঠানামা করেছে।

এ বিভাগের আরো খবর