বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আয় বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি একমি ল্যাবরেটরিজ

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৯:১০

কোম্পানিটির লভ্যাংশ বাড়তে পারে, এমন গুঞ্জনে সম্প্রতি শেয়ারদরে উত্থান হয়। গত ২৮ জুলাই শেয়ারদর ছিল ৭৪ টাকা ৭০ পয়সা। সেখান থেকে টানা বেড়ে ৭ অক্টোবর উঠে যায় ১১৭ টাকা ৭০ পয়সা, যা গত দুই বছরের সর্বোচ্চ অবস্থান ছিল। এরপর আবার তা কমতে শুরু করে। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারদর ছিল ৯১ টাকা ৩০ পয়সা।

করোনার বছরে আগের চেয়ে আয় বাড়াতে পারলেও লভ্যাংশ বাড়ায়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ।

২০২০ সালের মতোই এবারও শেয়ার প্রতি আড়াই টাকা করে, অর্থাৎ ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৪২ পয়সা। আগের বছর এই আয় ছিল ৬ টাকা ৮৫ পয়সা। আয় বেড়েছে ৫৭ পয়সা বা ৮.৩২ শতাংশ।

২০১৬ সালে তালিকাভুক্ত হওয়ার পর থেকে টানা ৬ বছর নগদ লভ্যাংশ দিল কোম্পানিটি। এর মধ্যে প্রথম চার বছর লভ্যাংশ দেয়া হয় শেয়ার প্রতি সাড়ে তিন টাকা করে। গত বছরই তা ১০ শতাংশ বা শেয়ারে এক টাকা কমানো হয়।

কোম্পানিটির লভ্যাংশ বাড়তে পারে, এমন গুঞ্জনে সম্প্রতি শেয়ারদরে উত্থান হয়। গত ২৮ জুলাই শেয়ারদর ছিল ৭৪ টাকা ৭০ পয়সা। সেখান থেকে টানা বেড়ে ৭ অক্টোবর উঠে যায় ১১৭ টাকা ৭০ পয়সা, যা গত দুই বছরের সর্বোচ্চ অবস্থান ছিল।

এরপর আবার তা কমতে শুরু করে। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারদর ছিল ৯১ টাকা ৩০ পয়সা।

গত এক বছরে একমি ল্যাবরেটরিজের শেয়ারদর সর্বনিম্ন দর ছিল ৬২ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে। গত ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ ছিল ৯৫ টাকা ০৪ পয়সা। ২০২০ সালের জুলাইয়ে এই সম্পদ ছিল ৯০ টাকা।

এই লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ১৮ নভেম্বর। অর্থাৎ যারা এই লভ্যাংশ নিতে চান, তাদেরকে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।

এ বিভাগের আরো খবর