বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৯:০৬

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, ‘পচা মাংস বিক্রির খবর পেয়ে আমার কার্যালয়ের প্রতিনিধিরা সেখানে গেলে মাংস বিক্রেতারা তাদের ওপর চড়াও হন। পরে সেখানে অভিযান চালিয়ে পচা মাংস জব্দ এবং বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারীতে গরুর পচা মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে পৌর সদরের স্টেশন সড়কের বিলাসী শপিং কমপ্লেক্সের পাশে মাংস বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

তিনি জানান, পৌর সদরের ওই বাজারের মাংস বিক্রেতা সালাউদ্দিন শেখের দোকান থেকে ৩৫ কেজি গরুর পচা মাংস জব্দ করা হয়েছে। সালাউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তিনি দোকান ছেড়ে পালিয়ে যান। জব্দকৃত পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বিকেল সাড়ে ৪টার দিকে মাংস ব্যবসায়ী সালাউদ্দিন উপজেলা ভূমি কার্যালয়ে হাজির হয়ে দোষ স্বীকার করলে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, ‘পচা মাংস বিক্রির খবর পেয়ে আমার কার্যালয়ের প্রতিনিধিরা সেখানে গেলে মাংস বিক্রেতারা তাদের ওপর চড়াও হন। পরে সেখানে অভিযান চালিয়ে পচা মাংস জব্দ এবং বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর