বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে ফ্লাইওভারে ফাটল গুজব: প্রকল্প পরিচালক

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৮:২৭

চট্টগ্রামের ফ্লাইওভারে ফাটলের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান। তিনি নিউজবাংলাকে বলেন, ‘এটা যদি ক্র‌্যাক হতো, কলামই ভেঙে পড়ত, হেলে যেত। তবু একটা যেহেতু রিউমার উঠেছে, এটা ভালো করে চেক করে তারপর চালু করা হবে।’

ফ্লাইওভারে দেখা যাওয়া ফাটলকে গুজব বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান।

নিউজবাংলাকে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘যে ফাটলের কথা বলা হচ্ছে সেটি আসলে কোনো ফাটল না। যা দেখা যাচ্ছে তা আসলে ফলস কাস্টিং। কলাম যখন একটা লিফট থেকে আরেকটা লিফটে ঢালাই হয় তখন কিছু ফলস কাস্টিং বের হয়ে যায়। শাটারের ভেতর দিয়ে বা কোনো রকম গ্যাস-ট্যাস থেকে এ রকম কিছু ফলস কাস্টিং বের হতে পারে। এটা ফলস কাস্টিংয়েরই একটা ক্র‌্যাক দেখা যাচ্ছে। এটা কলামের ক্র্যাক না।’

তাহলে এটাকে বিপজ্জনক বলা হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বিপজ্জনক না, কিছুই না। এটা কি ভেঙে পড়ছে? এটা তো ভেঙে পড়ে নাই। কোনো কিছু হেলে পড়ছে? কলামে কোনো ডিসমিস হয়েছে?’

ওই র‌্যাম্প দিয়ে যান চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘তবু যেহেতু একটা কথা উঠছে, আমাদের এক্সপার্টরা আছেন, তারা দেখে মতামত দিলে তারপর ব্যবস্থা নেব।’

‘একটা ফ্লাইওভারে যদি ক্র‌্যাক দেখা দেয়, সেটাকে আনক্র‌্যাক বলতে পারবেন? আবার যদি আনক্র‌্যাক হয়, সেটাকে ক্র‌্যাক বলতে পারবেন? এটা সেনসিটিভ ব্যাপার। এটা যদি ক্র‌্যাক হতো, কলামই ভেঙে পড়ত, হেলে যেত। তবু একটা যেহেতু রিউমার উঠেছে, এটা ভালো করে চেক করে তারপর চালু করা হবে।’

চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভারে আরাকান সড়কমুখী র‌্যাম্পের একটি পিলারে সোমবার ফাটল দেখা দেয়। এর পর থেকে আরাকান সড়কমুখী র‌্যাম্পে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

ফ্লাইওভারের ফাটলস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম। এ সময় ফাটলের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) দোষারোপ করে বলেন, ‘ফ্লাইওভারের মূল নকশায় র‍্যাম্পের অস্তিত্ব ছিল না। সিডিএ এটা যুক্ত করেছে। তাই তারা ত্রুটি বের করে ব্যবস্থা নেবে।’

ফাটলের ঘটনা তদন্তে সিটি করপোরেশন সহযোগিতা করবে জানিয়ে মেয়র বলেন, ‘যেসব ঠিকাদার এখানে কাজ করেছেন তাদের ত্রুটি আছে কি না তা খুঁজে বের করবে সিডিএ। আমাদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।’

তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস নিউজবাংলাকে বলেছেন, ‘ফ্লাইওভারটা আগের চেয়ারম্যানের সময় তৈরি করা হয়েছিল। তাই এ বিষয়ে কথা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে আমাদের লোক আছে। আমরা মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে যোগ দিতে ঢাকায় এসেছি। চট্টগ্রামে ফিরে পিলারগুলো পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর