বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সায়েন্স ল্যাবরেটরিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৭:২৮

সহকর্মী আমিনুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে আমরা কয়েকজন মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলাম। হঠাৎ ওপর থেকে তার মাথায় একটি ইট পড়ে। তখন মোশারফ মাচান থেকে নিচে পড়ে যায়।’

রাজধানীর নিউমার্কেট এলাকার সায়েন্স ল্যাবরেটরিতে নির্মাণাধীন একটি ভবনের সাততলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

২৮ বছর বয়সী ওই শ্রমিকের নাম মোশারফ হোসেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

সহকর্মীরা জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আমিনুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে আমরা কয়েকজন মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলাম। হঠাৎ ওপর থেকে তার মাথায় একটি ইট পড়ে। তখন মোশারফ মাচান থেকে নিচে পড়ে যায়।’

তিনি বলেন, ‘মোশারফ এর আগে আট মাস এই ভবনে কাজ করে গেছে। বাড়িতে ছুটিতে গিয়েছিল। আবার দেড় মাস ধরে কাজ করছে। কে জানে আজ এভাবে তার মৃত্যু হবে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর