কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার পেছনে বিভিন্ন গ্রুপের আধিপত্য ও মাদক ব্যবসাকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই রোহিঙ্গারা ভালো থাকুক, খুব শিগগিরই তারা নিজেদের দেশে ফিরে যাক। শুরুটা কোথায় আমরা সবাই জানি। আমরা কোনো কোনো জায়গায় এখনও সক্ষম হইনি বলেই এদের এখনও ফেরত পাঠাতে পারিনি। আমরা মনে করি যেকোনো সময় তারা ফেরত যাবে। এই যে এদের বলপূর্বক আমাদের দেশে ঢুকিয়ে দেয়া হলো, এটার পেছনেও তো অনেক কাহিনী আছে, আপনারা সবাই জানেন।’
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ের সহিংসতার পেছনে রাখাইনে স্বশস্ত্র বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নাম আসছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরসাকে কোথা থেকে কে নিয়ন্ত্রণ করে এটা তো আমরা জানি। আমাদের ক্যাম্পগুলোতে আরসার নামে কিছু যুবক ঘুরে বেড়ায়। আপনারা দেখেছেন মুহিবুল্লাহ দেশে ফিরে যেতে চেয়েছিল। তাকে হত্যা করা হলো। যারা হত্যা করেছে তাদের আমরা চিহ্নিত করেছি। এই যে হত্যা-দখল-আধিপত্য বিস্তার… এখানে কিন্তু মাদকের ব্যবসাও শুরু হয়ে গিয়েছে। এরা মাঝে মাঝে দুর্গম এলাকা দিয়ে বর্ডার পার হয়ে মাদক নিয়ে আসে। এগুলো মিলেমিশেই সেখানে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘ক্যাম্পের ভেতরের যে মুল সড়কগুলো রয়েছে সেগুলোতে যেতে পারবেন, কিন্তু ভেতরে ছোট ছোট পায়ে হাটার যে পথগুলো রয়েছে এগুলো আসলেই দুর্গম। এ ধরনের ঘটনাগুলো যখন ঘটে, নিরাপত্তা বাহিনীকে খবর না দিলে তারা চিহ্নিত করতে পারেন না। এটা অস্বীকার করার কিছু নেই।
‘আরশা বা এ ধরনের যে দলগুলো রয়েছে বা যারা জোর করে এখানে পাঠিয়েছে তাদেরও নানা ইন্টারেস্ট এখানে থাকতে পারে। সব কিছুই আমরা অনুমান করছি। কেন এসব করছে তা নিয়ে কাজ করছি।’
নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের দায়িত্বভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআইডি আমাদের এখানে দেয়া হয়েছে। এনআইডির কিছু জটিলতা রয়েছে। আইনের কিছু জটিলতা রয়েছে। সেই আইনের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে কিছু স্পষ্ট হতে চেয়েছি। অনেক ধারা উপধারা পরিবর্তন করতে হবে কি না, এজন্যই স্পষ্টিকরণের বিষয়টি চলে আসছে। তারা একটি মতামত দিলে আমরা পরবর্তী অ্যাকশনে যাব।’