বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ বাধা দিলেই বিশৃঙ্খলা করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৪:১৯

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীত অভিজ্ঞতায় দেখেছি বিএনপি সব সময়ই এমন করে। পুলিশ বাধা দিতে গেলেই এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে।’

পুলিশ বাধা দিলেই বিএনপি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএফআরএফ) সঙ্গে সংলাপে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অতীত অভিজ্ঞতায় দেখেছি বিএনপি সব সময়ই এমন করে। পুলিশ বাধা দিতে গেলেই এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে।’

বিএনপির বিরুদ্ধে মামলার প্রস্তুতি

নয়াপল্টনে প্রতিবাদ মিছিলে নেমে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া। তিনি বলেন, ‘যাচাই বাছাই করে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। রাস্তায় যান চলাচল স্বাভবিক রয়েছে।’

বিএনপির মিছিল থেকে নেতাকর্মীদের আটকের কথাও স্বীকার করেছেন ওসি সালাহউদ্দীন মিয়া। তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০-৩৫ জনকে আমরা আটক করেছি। যারা আটক আছেন যাচাই বাছাই করে সম্পৃক্ততা নিশ্চিত হয়ে মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হবে।’

মঙ্গলবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে নয়াপল্টনে প্রতিবাদ মিছিলে নামে বিএনপি। এসময় দলটির নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা পৌনে ১২টার দিকে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়তে দেখা যায়। নেতা-কর্মীরাও পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ছুড়তে থাকেন।

এর আগে সকাল থেকেই দলটির নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন নিয়ে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নয়াপল্টন এলাকা, নাইটিঙ্গেল মোড় থেকে কাকরাইল পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি স্বাভাবিক

পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘষর্ষের ঘটনায় নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টা ধরে ওই এলাকায় কোনো যান চলাচল করেনি।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা-কর্মীরা একটি মিছিলের প্রস্তুতি নিলে পূর্ব অনুমতি না থাকায় তাতে বাধা দেয় পুলিশ।

তখন পুলিশ সদস্যদের লক্ষ্য করে মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশ।

এসময় নাইটিংগেল মোড় থেকে আরামবাগ মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এর প্রভাব পড়ে আশপাশ এলাকার অন্যান্য সড়কে।

কাকরাইল, বিজয়নগর, শান্তিনগর, রাজারবাগ, প্রেসক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সাড়ে ১২ টার দিকে নাইটিংগেল মোড় থেকে আরামবাগ মোড় পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভবিক হলেও যানজট রয়েছে সেখানে।

এ বিভাগের আরো খবর