শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকার দরগাহ গেটের পাশে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান।
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহজিবাজার এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন খুলনার ডুমুরিয়ার নরনিয়া গ্রামের সোহাগ গাজী। আরেকজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকার দরগাহ গেটের পাশে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান।
নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।