বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাসমান যে হাটে সপ্তাহে বিক্রি ২২ লাখ টাকা

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১২:০৩

প্রতি শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান সবজি হাট। আগের রাত থেকে খাল বেয়ে আশপাশের বিভিন্ন জেলার কৃষকরা ডিঙি নৌকায় করে সবজি নিয়ে ভিড়তে থাকেন নাজিরপুরে। ভোর সাড়ে ৫টার মধ্যে সরগরম হয়ে ওঠে বাজার।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদী স্থানীয়দের কাছে পরিচিত বৈঠাকাটা নামে।

গোপালগঞ্জ, পিরোজপুর আর বরিশালের তিন জেলার মোহনায় এই নদী। প্রতিদিন হাজারও লোক এই নদীপথ দিয়ে চলাচল করে। সপ্তাহে দুইদিন ভোর থেকে দুপুর পর্যন্ত নদীর নাজিরপুর অংশ ভাসমান সবজি হাটের দখলে থাকে। ক্রেতা-বিক্রেতাদের বিচরণে মুখর থাকে নদী। অন্য জেলা থেকেও পাইকারি ক্রেতা সবজি কিনতে নদীর এই অংশে জড়ো হন।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এই ভাসমান হাটে সপ্তাহে প্রায় ২২ লাখ টাকার কেনাবেচা হয়।

প্রতি শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান সবজি হাট। এর আগের রাত থেকে খাল বেয়ে চিতলমারী, মোড়েলগঞ্জ, টুঙ্গিপাড়াসহ আশপাশের বিভিন্ন জেলার কৃষকরা ডিঙি নৌকায় করে সবজি নিয়ে ভিড়তে থাকেন নাজিরপুরে।

ভোর সাড়ে ৫টার মধ্যে সরগরম হয়ে ওঠে বাজার। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ট্রলার ও ছোটবড় নৌকা নিয়ে এই হাটে আসেন।

এই ভাসমান সবজি হাটের নিয়মিত বিক্রেতা জালাল মুন্সি। নিউজবাংলাকে তিনি জানান, স্বাভাবিক সময়ে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে হাট। তবে করোনা পরিস্থিতির কারণে এখন বেলা ১২টার আগেই হাট ভেঙে যায়।

তিনি আরও জানান, এই হাটে মৌসুমি সব সবজি পাওয়া যায়। এখন সেখানে বেশি বিক্রি হয় বরবটি, কুমরা, পুঁইশাক, করল্লা, পটল, কাঁচকলা ও লাউ। সেইসঙ্গে বিভিন্ন গাছের চারাও পাওয়া যায়।

স্থানীয় কৃষক গোপাল সেন জানান, বৈঠাকাটা নদীকে ঘিরেই এখন বসবাস করেন কয়েক হাজার কৃষক। তাদের উৎপাদিত ফসল বেচাকেনার একমাত্র স্থান এই ভাসমান হাট। ন্যায্যমূল্য পাওয়ার কারণে আশপাশের গ্রামের কৃষকও এই হাটে পণ্য বিক্রি করতে আসেন।

ভাসমান এই সবজির হাট প্রায় ৭০ বছর ধরে চলছে বলে জানিয়েছে কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা দিগ্বিজয় হাজরা জানিয়েছেন, চলতি মৌসুমে প্রতি হাটে ১০ থেকে ১১ লাখ টাকার বেচাকেনা হচ্ছে। সে হিসাবে সপ্তাহে বিক্রি হচ্ছে প্রায় ২২ লাখ টাকার সবজি। শীতকালে তা বেড়ে প্রতি হাটে ১৫ থেকে ১৬ লাখ টাকার কেনাবেচা হয়।

এ বিভাগের আরো খবর