মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের সংঘর্ষের জেরে ভেঙে গেছে একটি বিয়ে।
সদর উপজেলার দশমী গ্রামে রোববার বেলা সাড়ে ৩টার দিকে সংঘর্ষ হয়। তবে তা জানাজানি হয় সোমবার।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান।
স্থানীয়দের বরাতে নিউজবাংলাকে তিনি বলেন, ‘২০১৯ সালে দশমী গ্রামের রহিম আলীর সৌদিপ্রবাসী ছেলে সবুজ আলীর সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয় মোবাইল ফোনে। বিয়ের পর সুমি বাবার বাড়িতেই থাকতেন।
সম্প্রতি বর সবুজ দেশে ফেরেন। রোববার আনুষ্ঠানিকতা শেষে নববধূকে তুলে নেয়ার কথা ছিল। দুপুর পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। বিপত্তি বাধে খাবার সরবরাহের সময়। শেষ মুহূর্তে বরপক্ষের লোকজন আরও মাংস চাইলে তা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
বরপক্ষের লোকজনের অভিযোগ, মাংস চাওয়ায় তাদের ওপর লাঠি নিয়ে চড়াও হয় কনেপক্ষ। এতে আহত হন তিনজন।
কনের বাবা নজরুল ইসলাম বলেন, ‘ভাত না খেয়ে কেবল মাংস চাচ্ছিল বরপক্ষের লোকজন। তা নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে রোববার রাতে দুই পক্ষের সমঝোতায় বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত হয়।’