বরগুনার পাথরঘাটায় স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রী নিখোঁজ হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেনের ১২ বছরের মেয়ে সুখি এবং আজাদ খানের একই বয়সের মেয়ে আয়শা আক্তার লামিয়া।
তারা পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় সোমবার রাত ৮টার দিকে পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দুই শিশুর অভিভাবকরা।
অভিভাবকরা জানান, শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়। পাথরঘাটা হল রোড দিয়ে দুজন স্কুলের দিকে যায়। স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় খুঁজতে বের হন তাদের অভিভাবকরা। স্কুলে গিয়ে জানা যায়, তারা স্কুলে যায়নি।
তবে স্থানীয় লোকজন তাদের একসঙ্গে স্কুলের দিকে যেতে দেখেছে।
সুখির খালা নুর জাহান জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে একটি নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। কলটি রিসিভ করলে নারী কণ্ঠে হ্যালো বলে লাইনটি কেটে মোবাইলটি বন্ধ করে দেয়া হয়।
পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা জানান, ‘গত দুই দিন সুখি ও লামিয়া নামের দুই ছাত্রী স্কুলে আসেনি। বিষয়টি উদ্বেগজনক।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ছাত্রীদের অভিভাবকরা সোমবার সন্ধ্যায় থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।’