বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের বাজারে ‘হট ১১এস’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

  •    
  • ২৫ অক্টোবর, ২০২১ ২১:৩১

৪ জিবি র‌্যাম ভার্সনটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা ও ৬ জিবি র‌্যাম ভার্সনটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা।

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের হট সিরিজের সবশেষ সংস্করণ ‘ইনফিনিক্স হট ১১এস’ দেশের বাজারে উন্মোচন করেছে। এর আগে ফোনটির প্রি-অর্ডার নিয়েছিল ইনফিনিক্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সর্বাধুনিক প্রযুক্তির শক্তিশালী ডিভাইসটি এখন খুচরা দোকান ও ব্র্যান্ড স্টোরসহ দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই কিনতে পারবেন গেমিংভক্তরা।

ইনফিনিক্স ‘হট ১১এস’ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ ডুয়েল-চিপ গেমিং প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬ দশমিক ৭৮ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে।

৯০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লেতে ল্যাগ ছাড়াই গেম খেলতে দেবে বলে দাবি করেছে স্মার্টফোন ব্র্যান্ডটি।

‘হট ১১এস’ এ আরো রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল এআই নাইটস্কেপ ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে এফ ১.৬ ওয়াইড-অ্যাপারচার।

ফোনটিকে আরও আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা দিয়ে টানা ১৩ ঘণ্টা গেম খেলা যাবে। থাকবে ৬০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই।

ব্যাটারির ‘পাওয়ার ম্যারাথন টেকনোলজি’র কারণে মাত্র ৫ শতাংশ চার্জেও মোবাইলটিতে কথা বলা যাবে অতিরিক্ত দুই ঘণ্টা।

ডিভাইসটিতে রয়েছে ৪ ও ৬ জিবি র‌্যামের দুটি ভার্সন। আর রয়েছে ১২৮ জিবি রম।

৪ জিবি র‌্যাম ভার্সনটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা ও ৬ জিবি র‌্যাম ভার্সনটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা।

এ বিভাগের আরো খবর