বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

  •    
  • ২৫ অক্টোবর, ২০২১ ২১:২১

তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘৩১ অক্টোবর প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন। তাই এই আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পুনরায় ঠিক করা হবে।’

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘৩১ অক্টোবর প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন। তাই এই আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পুনরায় ঠিক করা হবে।’

করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজন করা হয়নি। এ বছর এটি নিয়ন্ত্রণে থাকায় আগামী ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দিবসটি পালন করার পরিকল্পনা ছিল।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল, ২০১৯ সালের নির্বাচিত বর্ষসেরাদের হাতে এ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হবে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল ইসলাম।

‘মুজিব বর্ষের দীক্ষা, মানসম্মত প্রাথমিক শিক্ষা’ এই স্লোগানে পালিত হবে ২০২১ সালের প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এ জন্য ১০টি উপকমিটি ও একটি মূল কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে শিক্ষা সপ্তাহ আয়োজন করা হবে।

সাতদিনব্যাপী অনুষ্ঠানে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের প্রশিক্ষণ, কর্মশালা, সভা-সেমিনারের আয়োজন করা হবে। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। জেলা, উপজেলা, থানা ও বিদ্যালয় পর্যায়ে এসব অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দেয়া হয়েছিল।

এ বিভাগের আরো খবর