চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় জেএমসেন হলের পূজা মণ্ডপে হামলা মামলায় ১৬ জনকে একদিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হোসেন মোহাম্মদ রেজা সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই আদেশ দেন।
পুলিশ যাদের রিমান্ড পেয়েছে তারা হলেন দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, মো. রাসেল, ওমর ফারুক, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন ও খোরশেদ আলম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘১৫ অক্টোবর জুমার নামাজের পর কুমিল্লার ঘটনায় প্রতিবাদী মিছিল থেকে জেএমসেন হলে হামলা করা হয়। এই ঘটনায় পরদিন বিকেল পর্যন্ত ৮৩ জনকে আটক করা হয়। তাদের নামে এবং অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে ১৬ অক্টোবর মামলা করা হয় কোতোয়ালি থানায়।
‘সিসিটিভি ফুটেজ দেখে ১৯ অক্টোবর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬ জনের সাত দিনের রিমান্ডে আবেদন করেছিলাম আমরা। আদালত সোমবার শুনানির জন্য দিন ধার্য্য করে। সোমবার দুপুরে শুনানি শেষে ১৬ জনকে এক দিনের রিমান্ডে পাঠায় আদালত।’
নগরীর আন্দরকিল্লা এলাকায় জেএমসেন হলে হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকসুর সাবেক ভিপি নূরের সংগঠন যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের মধ্যে ৭ জনের একদিন করে রিমান্ডে পাঠায় আদালত। শনিবার হাবিবুল্লাহ মিজান নামের একজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন আদালতে।