কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীতে ডুবে নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর শিশু জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে আলেখারচর থেকে দুপুর দেড়টার কিছু পরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামছু মিয়া।তিনি জানান, সকাল ৯টার দিকে শিশুটি গোমতীতে ডুবে যায়। তাকে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরি দল গিয়ে পৌঁছে দুপুর দেড়টায়। তখনই অভিযানে নেমে তারা মরদেহ পায়।
পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আদর্শ সদর উপজেলার দূর্গাপুর এলাকায় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জুবায়েরের বয়স ৬ বছর। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা জাকির হোসেন রংমিস্ত্রি।
নিউজবাংলাকে তিনি জানান, সকালে এলাকার একটি দোকান থেকে তিনি জুবায়েরকে একটি পাউরুটি কিনে দেন। সেটি খেতে খেতে জুবায়ের পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতে যায় গোমতীর তীরে।
সে সময় নদীতে পড়ে যায় জুবায়ের। তার বন্ধুরা গিয়ে ঘটনাটি জুবায়েরের পরিবারকে জানায়। এরপর স্থানীয়রা তাকে খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস কর্মকর্তা বটন বড়ুয়া জানান, শিশুটিকে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। তারা গিয়ে উদ্ধারকাজ শুরু করে।