অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নড়াইলের একটি বিচারিক আদালত।
স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ আদেশ দেন।
দণ্ডিত ব্যক্তির নাম জাকির তালুকদার, তার বাড়ি নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি বিদ্যালয় এলাকা থেকে ২০১৬ সালের ১২ আগস্ট দেশীয় ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড গুলিসহ জাকিরকে আটক করে র্যাব। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এমদাদুল ইসলাম জানান, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগারে জমা দিতে বলা হয়েছে।