কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে জুবায়ের নামে এক শিশু।
আদর্শ সদর উপজেলার দূর্গাপুর এলাকায় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টাফ অফিসার বটন বড়ুয়া।
তিনি জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
জুবায়েরের বয়স ৬ বছর। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। তার বাবা জাকির হোসেন রংমিস্ত্রি।
নিউজবাংলাকে তিনি জানান, সকালে এলাকার একটি দোকান থেকে তিনি জুবায়েরকে একটি পাউরুটি কিনে দেন। সেটি খেতে খেতে জুবায়ের পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতে যায় গোমতীর তীরে।
সে সময় নদীতে পড়ে যায় জুবায়ের। তার বন্ধুরা গিয়ে ঘটনাটি জুবায়েরের পরিবারকে জানায়। এরপর স্থানীয়রা তাকে খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস কর্মকর্তা বটন বড়ুয়া জানান, শিশুটিকে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। তবে দুপুর ১টা পর্যন্ত তারা পৌঁছেনি।
নদীর পাড়ে ছেলের জন্য বসে থাকতে দেখা গেছে জুবায়েরের বাবা জাকিরকে।
তিনি বলেন, ‘ছেলে বেঁচে আছেন নাকি মারা গেছে জানি না। আল্লাহ যদি আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখেন। আমি এই জীবনে আর কিচ্ছু চাই না।’