পাবনার ঈশ্বরদীতে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
পাকশী-পাবনা সড়কের চররুপপুর জিগাতলা মোড়ে সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ৬৮ বছর বয়সী বৃদ্ধ লুৎফর ওরফে মুক্তারের বাড়ি উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামে। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, লুৎফর নিজ বাড়ি থেকে ভোরে ফজরের নামাজ পড়ার জন্য চররুপপুর জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কে চলাচল করা কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লুৎফর।
আলামিন নামে স্থানীয় এক যুবক জানান, ওই বৃদ্ধ প্রতিদিন ভোরে বাড়ি থেকে একা বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ পড়তে যেতেন। একা থাকার কারণে দুর্ঘটনার কারণ জানা কারও পক্ষে সম্ভব হয়নি।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, ‘ভোরে রাস্তায় কোনো লোকজন না থাকায় তাকে ধাক্কা দেয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মসজিদে নামাজে পড়তে যাওয়ার পথে এভাবে সড়কে মৃত্যুর ঘটনায় সাহাপুর ও জিগাতলাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।