রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি ফার্নিচারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ নিউজবাংলাকে বলেন, ‘রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণভাবে নেভানোর কাজ এখনও চলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।’
তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন নেভানো শেষ হলে তদন্ত করে বিষয়টি জানানো হবে।’
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার রাত ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। পরে আরও ৪টি ইউনিট কাজে যোগ দেয়।