এসইবিএল কর্মীরা এখন থেকে ইস্টার্ন ব্যাংক লিমিটেড- ইবিএলের ব্যাংকিংয়ে বিশেষ সব সুবিধা পাবেন। এ জন্য এসইবিএল ডিএক্স কর্মীরা পে-রোল ব্যাংকিংয়ে অন্তর্ভূক্ত বিভিন্ন ঋণ সুবিধাসহ অন্য সুবিধা পাবেন।
সে লক্ষে শনিবার একটি চুক্তি সই অনুষ্ঠান হয়েছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং এসইবিএল ডিএক্স চেয়ারম্যান ডিএম মাজিবুর রহমান এবং প্রধান নির্বাহী সাজ্জাদুর রহমান কানন সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছেন।
ইবিএল হেড অফ রিলেশনশিপ- করপোরেট ব্যাংকিং মাহদিয়া রহমান, হেড অফ পে-রোল ব্যাংকিং ইসতিয়াক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।