বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার বেসরকারি পর্যায়ে আয়কর সেবা

  •    
  • ২৩ অক্টোবর, ২০২১ ২১:০১

বেসরকারি পর্যায়ে আয়কর রিটার্নের সেবা দিতে ‘ডিজিট্যাক্স’ নামে একটি ওয়েব অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। এটি চালু করেছে ইউনিভার্সাল নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে আয়কর রিটার্ন ফরম এবং সম্পদের হিসাব-নিকাশ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পূরণ করা যাবে।

সরকারের পাশাপাশি বেসরকারিভাবে অনলাইনে আয়কর সংক্রান্ত সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য ‘ডিজিট্যাক্স’ নামে একটি ওয়েব অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। এটি চালু করেছে ইউনিভার্সাল নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান।

শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর কার্যালয়ে ডিজিট্যাক্সের অনলাইন ট্যাক্স অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন।

প্রচলিত প্রথার পাশাপাশি বর্তমানে এনবিআরের অন-লাইনে আয়কর রিটার্ন ফরম পূরণসহ যাবতীয় সেবা দেয়া হয়। এর বাইরে এই প্রথমবারের মতো বেসরকারি একটি প্রতিষ্ঠান এই সেবা নিয়ে এলো।

বর্তমানে করদাতা শণাক্তকরণ নম্বর বা টিআইএন ৬২ লাখ। এর মধ্যে রিটার্ন জমা দেয় ২৫ লাখ।

আয়োজকরা বলেছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আয়কর রিটার্ন ফরম এবং সম্পদের হিসাব-নিকাশ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পূরণ করা যাবে। ঘরে বসেই করা যাবে আয়কর পরিশোধ এবং রিটার্ন ফাইল দাখিল।

করদাতার ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে তারা বলেন, প্রত্যেক করদাতার ব্যক্তিগত আইডি ও পাসওয়ার্ড থাকবে। তিনি ছাড়া আর কেউ এ তথ্য দেখতে পাবেন না। করদাতা তার তথ্য সংরক্ষণ করে রেখে যে কোনো সময় তা আবার লকইন করে এডিট করতে পারবেন।

এ সময় পেশাদার হিসাববিদদের সংগঠন দি ইনিস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আজিজুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন, ডিজিট্যাক্সের পরিচালক গোলাম শাহরিয়ার রঞ্জু ও ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর সদস্য আলমগীর হোসেন বলেন, মানুষের মধ্যে কর দেয়ার আগ্রহ তৈরি হয়েছে। করদাতার সংখ্যাও বাড়ছে। এতো বিপুল সংখ্যক করদাতাকে প্রচলিত পদ্ধতিতে কর সেবা দেয়া সম্ভব নয়। করদাতাকে সেবা দিতে সব কিছু অনলাইন করা ও রিটার্ন দাখিল স্বয়ংক্রিয় পদ্ধতি করার বিকল্প নেই।

এনবিআর অনেক আগেই এ উদ্যোগটি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনলাইনের মাধ্যমে রিটার্ন ফরম পূরণ, দাখিল ও পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। বেসরকারিভাবে ডিজিট্যাক্স এগিয়ে আসায় কর সেবাকে ডিজিটাল করার উদ্যোগ আরও সহজতর হবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘রিটার্ন দাখিল অনলাইন করার পাশাপাশি ১ নভেম্বর থেকে আমরা আয়কর মাস পালন করছি। করাঞ্চলগুলোতে মেলার পরিবেশ তৈরি করা হচ্ছে। করদাতারা স্বাচ্ছন্দে রিটার্ন দাখিল করতে পারবেন।’

ডিজিট্যাক্স গঠনের প্রেক্ষিত তুলে ধরে ডিজিট্যাক্সের টিম মেম্বার সৈয়দা নুসরাত হায়দার বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন পর্যায়ের করদাতা রয়েছে, এর মধ্যে অধিকাংশই আয়কর ক্যালকুলেশনের নিয়মাবলী ও আইন-কানুন যথাযথভাবে জানেন না।

‘ফলে সুচারুভাবে রিটার্ন প্রস্তুত করতে পারেন না। এই সমস্যা সমাধানে আমরা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট তথ্য দিয়ে সহজেই রিটার্ন প্রস্তুত করার ব্যবস্থা নিয়ে এসেছি।

‘আমাদের সিস্টেমে রয়েছ স্বয়ংক্রিয় আয়কর গণনা পদ্ধতি, যাতে করে ব্যবহারকারীরা সহজেই আয়কর রিটার্ন প্রস্তুত করতে পারেন। ব্যবহারকারীদের সুবিধার্থে বাংলা ভাষায়ও সফটওয়্যারটি ব্যবহারের পদ্ধতি রাখা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করদাতা স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিটার্ন পূরণ করে নিজে আয়কর অফিসে জমা দিতে পারেন অথবা গ্রাহক যদি চান, তবে ডিজিট্যাক্সের পেশাদার আইনজীবীর মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন।

আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু বলেন, আয়কর আইন হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটি আইন। এটি প্রতিনিয়ত পরিবর্তন হয়। এ আইন নিয়ে এতো বড় ‍উদ্যোগ নেয়ায় ডিজিট্যাক্স প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, ডিজিট্যাক্সের এ উদ্যোগটি করদাতাদের সহায়তা করবে। এর ফলে বিপুল মানুষকে রিটার্ন দাখিলে আগ্রহী করা যাবে। সরকারও রাজস্ব পাবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ডিজিট্যাক্সের উপদেষ্টা ও দেশ ইউনিভা্র্সালর নির্বাহী পরিচালক মোসারাত নাইমা।

এ বিভাগের আরো খবর