কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননায় অভিযুক্ত ইকবালসহ চারজনকে আদালতে তোলা হয়েছে।
কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম মিথিলা জাহান নিপার আদালতে দুপুর ১২ টার দিকে আসামিদের তোলা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ।
ইকবাল ছাড়া যাদেরকে আদালতে তোলা হয়েছে তারা হলেন, মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ, ফয়সাল ও ঘটনার দিন পুলিশকে ৯৯৯ এ কল দেয়া ইকরাম হোসেন।