জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া মেহজাবিন স্বর্ণার স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যায় মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেন। এতে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।
স্মৃতিচারণ করে স্বর্ণার বন্ধু আওলাদ হোসাইন সম্রাট বলেন, ‘সে অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল। তার এক্সট্রা-কারিকুলাম এক্টিভিটিজ ছিল অসাধারণ। সে একজন মনোযোগী স্টুডেন্ট। শিক্ষকরা যা বলতো সে সবসময় নিয়ম-শৃঙ্খলা মেনে তা করার চেষ্টা করতো। তার অকালে বিদায় কখনও মেনে নেওয়ার মতো না। আমাদের ডিপার্টমেন্ট সবসময়ই মনে রাখবে যে স্বর্ণা নামে একজন ছাত্রী ছিল। তার অকাল মৃত্যু সবসময়ই আমাদের শোকাহত করবে।’
এসময় স্বর্ণার আরেক বন্ধু আম্মান সিদ্দিকী বলেন, ‘স্বর্ণা অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল। তার আত্মহত্যার ঘটনা মেনে নেওয়ার মতো না। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তাকে স্মরণ করতেই আজ আমরা মোমবাতি প্রজ্জ্বলন করেছি।’
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার পলাশ পোল মধুমাল্লার ডাঙ্গী গ্রামে আত্মহত্যা করেন। স্বর্ণার আত্মহত্যায় বিভাগের শিক্ষককে দায়ী করছেন তার বোন ও সহপাঠীরা।