বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাকাতি করে চাকরি খোয়ালেন পুলিশ কনস্টেবল

  •    
  • ২২ অক্টোবর, ২০২১ ২২:২০

থানায় মামলার পাশাপাশি ইসরাফিলের বিরুদ্ধে করা হয় বিভাগীয় মামলা। এ মামলার তদন্ত শেষে অপরাধের প্রমাণ পাওয়ায় গত ৫ অক্টোবর চাকররিচ্যুত করা হয় ইসরাফিলকে।

পুলিশের কনস্টেবল ইসরাফিল। চালক হিসেবে কর্মরত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে।

২০২০ সালের ১৪ মার্চ দুপুরে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এক পথচারীকে জোর করে সরকারি পিআপ ভ্যানে উঠিয়ে নেন ইসরাফিল ও তার তিন সহযোগী। ভবতোষ নামে ওই পথচারীকে পিকআপে উঠানোর পর তার সঙ্গে থাকা মূল্যবান মালামাল লুটে নেন তারা।

ডাকাতি করে পার পাননি তিনি। ঘটনার তিন দিন পর বাড্ডা থানায় মামলা করেন ভুক্তভোগী। ওই মামলায় সে বছরের ২২ মার্চ গ্রেপ্তার করা হয় ইসরাফিলকে।

থানায় মামলার পাশাপাশি ইসরাফিলের বিরুদ্ধে করা হয় বিভাগীয় মামলা। এ মামলার তদন্ত শেষে অপরাধের প্রমাণ পাওয়ায় গত ৫ অক্টোবর চাকররিচ্যুত করা হয় ইসরাফিলকে।

বিভাগীয় গুরুদণ্ড হিসেবে তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় পুলিশ সদরদপ্তর।

৫ অক্টোবর পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি(অ্যাডমিনিস্ট্রেশন) মাসুদুর রহমান রহমান স্বাক্ষরিত চিঠিতে বিভাগীয় মামলাটি নিষ্পত্তির কথা জানানো হয়।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, থানায় মামলা হওয়ার পর ইসরাফিলের কাছে লিখিত জবাব চাওয়া হয়। ইসরাফিল লিখিত জবাব দেন। ব্যক্তিগত শুনানিতে হাজির হয়ে বক্তব্য দেয়ার আবেদন করেন তিনি। তার আবেদনের পর শুনানিতে মৌখিক বক্তব্য শোনা হয়।

ইসরাফিলের বক্তব্য, প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন, চাকরির বিবরণসহ যাবতীয় কাগজ যাচাই করে তা সন্তোষজনক না হওয়ায় বিভাগীয় মামলা করে তা তদন্তের জন্য পুলিশ সদর দপ্তরের এসএসপি (আইসিটি-১) শেখ মাহমুদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।

তদন্ত শেষে কর্মকর্তা তার মতামতসহ প্রতিবেদন জমা দেন। তদন্তে সাতজন সাক্ষীর বক্তব্য নেয়া হয়। আসামি ইসরাফিলকে জেরা করা হয়। জেরায় ইসরাফিল তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডনে ব্যর্থ হন তিনি।

অভিযুক্তকে সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগও দেয়া হয়। ইসরাফিল আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অভ্যাহতির আবেদন করেন।

পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, বিভাগীয় মামলার তদন্ত কর্মকর্তা তার তদন্তে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করেন। যা গুরুদণ্ড হিসেবে পিআরবি প্রবিধান ৮৫৭ মোতাবেক চাকরি থেকে বরাখাস্তের সুপারিশ করেন।

ইসরাফিলের ডাকাতির ঘটনা বিভাগীয় নিয়মশৃঙ্খলা পরিপন্থি এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে মন্তব্য করেন তদন্ত কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর