ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের তৎপরতায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী।
উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে শুক্রবার বিকেলে বিয়েবাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
এ সময় কনের বাবাকে সাত হাজার এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার আগ্রহী বরকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ওই স্কুলছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয় ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে না দেয়ার।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে বোয়ালমারী উপজেলার জয়পাশা গ্রামের স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে বিয়ে হওয়ার কথা একই উপজেলার বাইখীর গ্রামের এক ব্যক্তির সঙ্গে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বিয়ের প্রস্তুতির সময় ওই স্কুলছাত্রীর বাড়িতে এসে বিয়ে বন্ধ করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টায় বাল্যবিবাহ নিরোধ আইনে ওই স্কুলছাত্রীর বাবাকে এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার আগ্রহী ব্যক্তিকে একই আইনে আট হাজার জরিমানা করা হয়।
তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে দেয়ার জন্য আমি ওই ছাত্রীর অভিভাবককে পরামর্শ দিয়েছি। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়ের বাবা লিখিত অঙ্গীকারে স্বাক্ষর করেছেন।’